নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত সাংসদ আলহাজ্ব একে এম নাসিম ওসমানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র ছাত্রীদের উদ্যোগে বুধবার বিকেল ৫টায় আমলাপাড়া নারায়ণগঞ্জ আইন কলেজে এই মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ অ্যাড. সাখাওয়াৎ হোসেন ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনিসুর রহমান দিপু ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, আইন কলেজের প্রভাষক অ্যাড. রবিউল হাসান রনি, কলেজের ছাত্রনেতা এম. এম. হাসান প্রমূখ। ও
ছাত্র নেতা আমজাত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সুমিত, বদিউজ্জামান, জুয়েল, সাইফুল, শাহাদাৎ, রাজিব, সজল, ফারুক আলম, শাহরিয়ার , নূর মোহাম্মদ, উলিউল্লাহ্ নিরব, রুবেল, বোরহান, আলামিন, শিমু, উর্মি, ফারজানা, সাদিয়া, রোমানা, জান্নাত, মুন্নি লিজা, তন্নি, মমিন, জাকির, রুহুল, সুমন, আবু সাঈদ, মনিরা, নাদিয়া, সনিয়া লিজা, নাজমুল, শরিফ, মিলি, সনিয়া, খাদিজা, সুমি, আবিদ, অঞ্জন ঘোষ, আবিদ মোস্তাকিম সহ অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ।
অ্যাড. আনিসুর রহমান দিপু বলেন, প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে এই মহান নেতা নিজের পরিবারের কথা চিন্তা না করে বাড়ি ছাড়া হয়েছিলেন। তার আদর্শ ধারন করে আমাদের দেশের উন্নয়নে কাজ করা উচিত।
অ্যাড, হাসান ফেরদৌস জুয়েল বলেন, আমি এই কলেজের ছাত্র ছিলাম। কলেজের ছাত্র থাকা অবস্থায় কলেজের অবস্থা যেমন দেখেছি ঠিক তেমনই রয়েছে। এতদিনে সবকিছুর উন্নয়ন হলেও এই আইন কলেজের কোন উন্নতি হয়নি। আমরা এই কলেজের উন্নয়নের জন্য সাংসদ শামীম ওসমানের সাথে কথা বলবো। তিনি যাতে এই কলেজের উন্নয়নে অতি দ্রুত কাজ করেন। দেশের জন্য মহান নেতা নাসিম ওসমানের অবদানের কথা আমাদের ভুলে গেলে চলবে না। তার আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করবো।
ছাত্র নেতা এম. এম. হাসান বলেন, প্রয়াত নাসিম ছিলেন একজন মহান নেতা। তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার জন্য গুরুত্বুপূর্ন ভুমিকা পালন করেছেন। তিনি এবং তার পরিবার নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ যাচ্ছেন। ওসমান পরিবারের নারায়ণগঞ্জ উন্নয়নের ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। এখন তারই ধারবাহিকতায় ওসমান পরিবারের সুযোগ্য সন্তান একে এম অয়ন ওসমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তোলারাম কলেজের ছাত্র ছাত্রীদের জন্য কলেজে ওয়াইফাই উদ্বোধন এবং গরীব দুঃখী ছাত্রী-ছাত্রীদের শিক্ষিত করতে একটি স্কুল নির্মাণ করেছেন।
আলোচনা সভা শেষে প্রয়াত নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।