নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জের বন্দরের ৩ ইউপি চেয়ারম্যান ও একজন চেয়াম্যান প্রার্থী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র বাস ভবনের প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার আসন্ন ইউপি নির্বচনে তাদের সমর্থন জানিয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক বরাদ্দ করেন।
জাতীয় পার্টিতে যোগদাকৃতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুছাপুর ইউপি চেয়াম্যান হাজ্বী মো. মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আয়নাল হকের ছেলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ- ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খােকা, নারায়গঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুুু জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহিন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক রাজা হোসেন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।