বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়াণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বড়ালু গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত পারভেজ আহমেদ সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) সাজ্জাদুর রহমান নিহত পারভেজ আহমেদের মায়ের বরাত দিয়ে জানান, পারভেজ স্থানীয় মেঘনা শ্রমজীবী সমবায় সমিতিতে খণ্ডকালীন চাকরি করতেন। রোববার রাত ৮টার দিকে তাকে মোবাইল ফোনে সমিতির টাকার হিসাবে বুঝিয়ে দেওয়ার জন্য বাসা থেকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি সাজ্জাদুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহৃ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মেঘনা শ্রমজীবী সমবায় সমিতির তিন কর্মচারী জাহাঙ্গীর, সোহাগ, শারমিনকে থানায় নেওয়া হয়েছে।