বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্রে করে আবারও দুই গ্রুপের মধ্যে দ্বন্দ চরমে।
গত শুক্রবার রাতে পারভেজ আহম্মেদের কর্মচারীকে জাকির, রাসেল ও তার সহযোগিরা মারধর করেছে। এ ঘটনায় পারভেজ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে তার প্রতিপক্ষ মন্ড রাসেল ,জনি, শরিফ গংদের বিরুদ্ধে ।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার গাবতলীর মো, জহিরুল ইসলামের ছেলে মো. পারভেজ আহম্মেদ (২৯)। ডিস ব্যবসায়ী আব্দুল করিম বাবুর কাছ থেকে ফিড ভাড়া এনে এবি ক্যাবল নেটওর্য়াক নামক ডিস ব্যবসা করে আসছে। তার কাছে বিভিন্ন সময় গাবতলী এলাকার নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম কুলসুম (৪৮), মন্ডু রাসেল (২৪), জনি (২৫), জাকির হোসেন (২৯) ও তার সহযোগিরা চাঁদা দাবী করে আসছে। তাদের দাবীকৃত চাঁদা না পেয়ে গত ১৯ জানুয়ারী রাতে পুলিশ লাইনস ক্যান্টিনের সামনে পারভেজের ডিস কর্মচারী শাহীনকে এলোপাথারীভাবে মারধর করেছে।