প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
১৬ জানুয়ারীতে এক দিকে ফুটপাত পুনরায় দখল ও অন্যদিকে দখলমুক্ত রাখার সশস্ত্র সংঘর্ষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক শরিফউদ্দিন সবুজ এর মাথায় মারাত্মক জখমের ফলে পপুলার ক্লিনিকে ১১টি সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্ত ক্ষরণে অবস্থার অবনতির দিকে গেলে প্রথমে তাকে জেনারেল হাসপাতাল ও পরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। দ্রুত অবনতির দিকে গেলে সেখান থেকে পপুলারে নিয়ে চিকিৎসা করা হয়। বর্তমানে জেনারেল হাসপাতালে অবজারবেশনে আছে। ঘটনাটি এক প্রকার অগোচরে রয়ে গেল। গতকাল সকালে খবর পেয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ. বি. সিদ্দিক ও কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনকে নিয়ে আত্মীয়ের বাসায় ডাক্তারের পরামর্শে নিরবে শয্যাগত থাকা অবস্থায় দেখতে যান। শরিফউদ্দিন সবুজ এর ভাষ্য মতে মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী রাস্তায় পড়ে থাকা অবস্থায় উকি মেরে দেখার সময় অপরিচিত একজন পেছন থেকে পিঠে হাত দেয়। পাশে থাকা অন্য একজন বলে “এইতো সেক্রেটারী”! তৎক্ষনাৎ লাঠি দিয়ে এলোপাথারী পেঠানোর ফলে মারাত্মক অবস্থায় প্রথমে তাকে জেনারেল হাসপাতালে ও পরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে পপুলার ডায়গনষ্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা করা হয়। লক্ষ্যনীয় তাকে চেনার পর প্রচন্ড ভাবে লাঠি দিয়ে পেঠানোর ঘটনা পূর্ব পরিকল্পিত বলেই মনে হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জনগণের স্বাচ্ছন্দে চলাচলের ব্যবস্থাকে ব্যহত করার কোন রাজনীতিকের কাজ হতে পারে না। বেশ কিছু দিন থেকে নারায়ণগঞ্জের শান্তি প্রিয় পরিবেশ বিনষ্ট করা কোন প্রকারেই কাম্য হতে পারে না। আমরা এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চাই।