বিজয় বার্তা ২৪ ডট কম
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার গুনগতমান বৃদ্ধি করা সরকারের অন্যতম লক্ষ্য। যা অর্জনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। আর্দশ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরী।
রূপগঞ্জের পূর্বাচল আমেরিকান সিটিতে গ্রাণ ইউনিভাসিটি অব বাংলাদেশ এর সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে ভর্তি ও টিউশন ব্যয় নির্ধারন সীমা পর্যন্ত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহন করেন।
তিনি আরো বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো বাংলাদেশে উচ্চ শিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে রয়েছে পেক্ষাপটের পরিবর্তন, বিকল্প মাধ্যমের উদ্ভাবন, বিশ্বায়নের প্রতিফলন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নতি, প্রচলিত শিক্ষা কার্যক্রমের সংস্কার ও নতুর কার্যক্রমের সূচনা। বুধবার সকালে নারায়ণগঞ্জের
গ্রীণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আব্দুল আল মামুনের সভাপতিত্বে বক্তক্য রাখেন উপাচার্জ ড. মোহাম্মদ গোলাম সামদানী ফকিরসহ অন্যরা।