স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
দায়িত্বে অবহেলার অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ।
বুধবার পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, তিন দফায় সুন্দরবনে আগুনের ঘটনায় সুলতান মাহমুদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে।
গত ১৩, ১৮ ও ২৭ এপ্রিল তিন দফা সুন্দরবনের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকায় আগুন লাগে। বনবিভাগ এসব ঘটনার জন্য দুর্বৃত্তদের দায়ী করে আসছে। ডিএফও মো. সাইদুল ইসলাম বলেন, স্টেশন কর্মকর্তার অবহেলার কারণে ১৪ দিনের মধ্যে তিনবার আগুন লেগেছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অবশ্য সুলতান মাহমুদ মঙ্গলবার রাত পর্যন্ত বরখাস্তের চিঠি হাতে পাননি বলে জানিয়েছেন। দফায় দফায় আগুন লাগার পর সুন্দরবনের পূর্ব অংশে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ‘বিশেষ সতর্কতা’ জারি করে বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ।