সিরাজগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিরাজগঞ্জের কাজিপুরে এক ফল ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত মজনু শেখ (৪০) কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজনু মেঘাই বাজারে ফল বিক্রি করতেন। মঙ্গলবার দিবাগত রাতে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার যমুনা নদীর মাইজবাড়ী চরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে থানায় লাশ দেখে তার স্বজনেরা সনাক্ত করে।
কাজিপুর থানার ওসি সমীর কুমার কুন্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান শুরু করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাইজবাড়ী এলাকার জামাল নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।