নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-বাইপাস সড়কে কাচঁপুর হাইওয়ে পুলিশ সিএনজি চালিত অটোরিক্সা চালককে মারধর ও গাড়ী ভাংচুরের ঘটনায় ৩০ জানুয়ারী শনিবার দুপুরে মীরেরটেক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে চালক ও এলাকাবাসীরা। এসময় মহাসড়কে দু’পাশে শতশত যান আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী ও চালকরা নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানান, উপজেলার ঢাকা বাইপাস সড়কের বস্তল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর আষাড়ীয়ার চর এলাকায় কাচঁপুর হাইওয়ে পুলিশ বিভিন্ন পরিবহনে অভিযান ও তল্লাসীর নামে প্রতিদিন মোটা অংকের চাদাঁ আদায় করছে। ঢাকা-বাইপাস সড়কের মীরেরটেক এলাকায় শনিবার দুপুরে অটোরিক্সা চালক কলতাপারা গ্রামের জমির আলীর ছেলে বাবুল মিয়া অটোরিক্সা চালিয়ে যাওয়ার সময় কাচঁপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহাবুব হোসেন তার সঙ্গীয় সোর্স বস্তল এলাকায় অটোরিক্সা চালক বাবুল মিয়াকে মারধর ও তার অটোরিক্সা ভাংচুর করে। এতে ওই এলাকার চালক ও এলাকাবাসীরা একত্রিত হয়ে হাইওয়ে পুলিশের গাড়ী অবরুদ্ধ করে মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জানান, মহাসড়কের উপর দিয়ে সিএনজি চালিত অটোরিক্সা নিষিদ্ধ থাকার পরও সিএনজি চালক বাবুল মিয়া গাড়ী চালিয়েছেন। এতে পুলিশ সার্জেন্ট মাহাবুব হোসেন ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ও চালকদের সাথে পুলিশের ভুলবুঝাবুঝি হয়।