নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে বিল্লাল হোসেন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। মঙ্গলাবার সকাল সাড়ে ৯টায় মিজমিজি বাতেনপাড়া এলাকার একটি গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ২শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ । নিহত বিল্লাল বাগেরহাট জেলার চিত্তরমারী থানার সেনপাড়া এলাকার মোহাম্মদ রশিদ মিয়ার ছেলে সে মিজমিজি বাতেনপাড়া এলাকার বাতেন মিয়ার বাড়িতে ১ বছর দরে বসবাস করছিল।
বাড়ির লোক জন গনমাধ্যমকর্মীদের বলেন, পারিবারিক কলহর কারনে ১ বছর পূর্বে বিল্লালের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তার পর থেকে সে এ বাড়িতে একাই ভাড়া থাকতে। মনে হচ্ছে স্ত্রীর চলে যাওয়ার মনের কষ্টে সে আতœহত্যা করতে পারে।
লাশ উদ্ধার কারী সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ গাছের ঝুলানো অবস্থায় বিল্লালের লাশ উদ্ধার করে। কি কারনে তার সে আতœহত্যা করেছে তা বলতে পারছিনা। লাশ নারায়ণগঞ্জ ২শয্যা হাসপাতাল মর্গে ময়রাতদন্তের জন্য পাঠানো হয়েছে।