নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সোনারগাঁও পৌরসভার টিপরদী এলাকার চৈতী কম্পোজিত এর সামনে সামছুদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় জাতীয় শ্রমিক ফেডারেশন সোনারগাঁ শাখার অফিসে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু রায়হান নিহত হওয়ার ঘটনায় ২৯ জানুয়ারী শুক্রবার রাতে রায়হানের ছোট ভাই ইমরান হোসেন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ (তদন্ত) জানান, রায়হান হত্যার ঘটনায় শুক্রবার রাতে তার ছোট ভাই আলাল ও মোহন নামের দুই ব্যাক্তির নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা করে একটি হত্যা মামলা দায়ের করে। ইতিমধ্যে হত্যার সাথে জড়িত আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী দুপুরে সোনারগাঁও পৌরসভা টিপরদী এলাকার চৈতী কম্পোজিত এর সামনে সামছুদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় জাতীয় শ্রমিক ফেডারেশন সোনারগাঁ শাখার অফিসে রায়হানকে আলাল ও মোহন ডেকে নেয়। সেখানে তাদের সাথে রায়হানের কথাকাটাকাটির এক পর্যায়ে আলাল ছুরি দিয়ে রায়হানের পেটে ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।