ফেনী,বিজয় বার্তা ২৪
ফেনী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম এবং তিন সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফেনী প্রেসক্লাবের সদস্য শেখ ফরিদ উদ্দিন জানান, রাত ৮টার দিকে একদল লোক প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে।
এ সময় একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান তাদের ধারালো অস্ত্রের কোপে আহত হন।
সভাপতি রফিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গাজী মজিবুর রহমান জানান, রফিকুল ইসলামের মাথায়, হাতে ও শরীরের বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে।
হাসপাতালে আহত রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির ফেনী প্রতিনিধি জমির বেগ, জয়লষ্কর ইউপি চেয়ারম্যান জয়নাল হাজারীর সাবেক পিএস মিলন তার ওপর হামলা করেছেন।