বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মুসাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন বৃহস্পতিবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রয়াত ইউপি সদস্য সিরাজুল ইসলাম সেরু মেম্বারের কনিষ্ঠ পুত্র (মোরগ প্রতীকধারী প্রার্থী) আবদুল মান্নান সর্বোচ্চ ৫শ’৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ১শ’ ৩৫ ভোট কম পেয়ে দ্বিতীয় স্থানে পরাজিত হয়েছেন ফুটবল প্রতীকধারী প্রার্থী ৩শ’৯০ ভোট সংগ্রহ করে তৃতীয় এবং ৩শ’৬০ ভোট পেয়ে আপেল প্রতীকধারী হাফিজুর রহমান চতুর্থ স্থানে জয়লাভে ব্যার্থ হন। ২হাজার ২শ’৯২ভোটের মধ্যে ২হাজার ২শ’১৭টি ভোট বৈধ হলেও ৪০টি ভোট বাতিল করা হয়।
এতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালণ করেন বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ নূর।