বিজয় বার্তা ২৪ ডট কম
জনতার মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। ২০১৬ সালের ২২ডিসেম্বর অনুষ্ঠিত নাসিক নির্বাচনে ভোটের লড়াইয়ে বিজয়ী কাউন্সিলররা গত এক বছর নিজ নিজ এলাকায় কি পরিমান সেবা দিতে পেরেছেন, জনগনের কাছ থেকে কতটুকু আস্থা অর্জন করতে পেরেছেন তারই মূল্যায়নে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বন্দরের ইকরামপুস্থ তালতলা স্কুলের সামনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহন নিশ্চিতকরণের লক্ষ্যে জাইকার অর্থায়নে চলমান সিটি গর্ভানেন্স প্রকল্প (সিজিপি) এর আওতায় ‘২৩নং ওয়ার্ডের উন্মুক্ত আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে জনতার মুখোমুখি হন এই কাউন্সিলর।
এ অনুষ্ঠানে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নিয়ে কাউন্সিলরদের নানা প্রশ্ন করেছেন, দিয়েছেন নানা উপদেশ মুলক বক্তব্যও। কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ধৈর্য্য সহকারে এলাকাবাসীর প্রশ্ন শুনেন এবং জবাব দেন। সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গত ১ বছরে এ ওয়ার্ডে প্রায় ৬ কোটি টাকার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। একই সাথে প্রায় নয় কোটি টাকার কাজ চলমান রয়েছে যা খুব শীঘ্রই সমাপ্ত করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। চলমান রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষ হলে অবশিষ্ট রাস্তার কাজ করার জন্য নতুন দরপত্র আহবান করা হবে। এরপর এলাকাবাসী ২৩ নং ওয়ার্ডে একটি খেলার মাঠ, পার্ক, শিশু হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ গ্যাস ও কিছু কিছু এলাকার পানির অভাব দুরীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানায়। তিনি গ্যাসের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবেন বলেও আশ্বাস দেন। এছাড়া তিনি বলেন, জাইকা আমাদের যথেষ্ট সহযোগীতা করে। মেয়র মহোদয়ও উন্নয়নের জন্য আন্তরিক। অতীতে আমি জনগনের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আপনারা দোয়া করবেন যাতে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত যেন নিঃস্বার্থভাবে কাজ করতে পারি।
এসময় কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান এসব দাবি নিয়ে মেয়রের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এছাড়া এ এলাকায় মাদক ব্যবসা প্রতিরোধে সবাইকে নিয়ে কাজ করবে বলেও আশ্বস্থ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাওন অংকন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুল ইসলাম, কর-আদায়কারী মোঃ জিন্নাত আলী, জাইকার প্রতিনিধি মোঃ জাকির হোসেনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।