বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশে একই সাথে তিন ধারার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান থাকায় ছাত্ররা নানান ভাবে বিভক্ত হয়ে গেছে। এ বিভক্তি ছাত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি শোষিত জনগণের মধ্যেই ছড়িয়ে পড়ছে। ফলে এ বিভক্ত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। এছাড়াও প্রশ্ন ফাঁস, ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য এসকল র্দুনীতি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান থাকার কারণে জাতির ভবিষ্যৎ মেরুদন্ড ভেঙে গেছে। বাংলাদেশের কোন বিশ^বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না। অথচ ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তির আন্দোলনে ছাত্ররা লড়াকু ভুমিকা পালন করেছে। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গড়ে ওঠার যথাযথ সুযোগ ছাত্ররা পাচ্ছে না। ২৮ ডিসেম্বর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৫ম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা একথা বলেন ।
সমাবেশের সভাপতি মশিউর রহমান রিচার্ড বলেন, ৭১ সালে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম । এবং এই অর্জন আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে পারি নি। আমাদের মাঝে বিভক্তির রাজনীতি ছড়িয়ে দেয়া হয়েছে। এই বিভক্তির ফল কী! এই বিভক্তির ফল র্দুনীতি, গুম, খুন, ধর্ষণ, মানুষের জীবনের এক বিপর্যস্ত অবস্থা।
একটি মেডিকেল কলেজ যখন শহরে থাকে না তখন কিভাবে জেলার বািসন্দারা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। তাই এবারের সম্মেলনে সরকারী তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয় এবং নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ নির্মাণের দাবি আমরা জোরালো ভাবে রেখেছি। নারায়ণগঞ্জে চিকিৎসা সেবার কোন সুব্যবস্থা নেই। নিজের অঞ্চলের মেধা ধরে রাখার কোন ব্যবস্থা নেই। তাই ছাত্র ফেডারেশন চায় নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে । এবং সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো।
সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা এবং জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন জেলার আহ্বায়ক তরিকুল সুজন, সদস্য সচিব অঞ্জন দাস, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, নারী সংহতি জেলার সম্পাদক পপি রাণী সরকার, বাংলাদেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন , কেন্দ্রীয় অর্থ সম্পাদক ইশরাত জাহান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এইচ এম রিয়াদ, ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি সজীব শরিফ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবন্দ।