স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবেক মেয়রসহ রাজশাহীর ১০ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে নাটোর প্রেসক্লাবে চিঠি দিয়েছে ইসলামী লিবারেশন ফ্রন্ট (আইএলএফ) নামের একটি সংগঠন।
সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি প্রদান করে।
হত্যার হুমকিপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা বোরজাহান আলী শাহজাহান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সান শাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, সাংবাদিক আনু মোস্তফা (যুগান্তর), শিবলী নোমান (যমুনা টেলিভিশন) ও কাজী শাহেদ (বাংলাদেশ প্রতিদিন)।
‘রাজশাহী অঞ্চলে আমাদের কিলিং মিশনে যারা আছেন’ শিরোনাম লিখে তার নিচে এসব ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। কম্পিউটারে টাইপ করা ওই চিঠির নিচের দিকে ‘আমাদের লক্ষ্য, উদ্দেশ্য ও আহ্বান’ উপ-শিরোনামে আরো ১০টি বিষয়ের প্রথমটি হলো- ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা।
চিঠি পাওয়ার কথা স্বীকার করে নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা জানান, ডাকযোগে নাটোর প্রেসক্লাবের ঠিকানায় পাঠানো চিঠি তিনি সোমবার দুপুর ১টার দিকে হাতে পান। এ বিষয়টি প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদেরও দেখিয়েছেন।