বিজয় বার্তা ২৪ ডট কম
দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাধ সহ নানা প্রকার জালিয়াতির মাধ্যমে টাকা লোপাটের বিষয়ে এবং প্রধান শিক্ষক কর্তৃক একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে পকেট কমিটি বানিয়ে দূর্নীতির প্রসঙ্গে শেখ রাসেল কুড়েরপাড় উচ্চ বিদ্যালয় তদন্তে যায় জেলা শিক্ষা অফিসার।
রবিবার (২৪শে নভেম্বর) সকাল ১১টা ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক ইউনিয়নের শেখ রাসেল কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়ে যায় জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল।
বিদ্যালয়টির প্রসঙ্গে স্থানীয় মোঃ জাকির হোসেন, আঃ মালেক, ওয়ার্ড সভাপতি, মোঃ ইসমাইল পঞ্চায়েত প্রধান এবং অভিভাবক বৃন্দের মধ্যে মোঃ শাহা আলম, মোঃ মনির, মোঃ নূর উদ্দিন মিয়ার স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র সাংসদ নারায়ণগঞ্জ-৫, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার সদর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চেয়ারম্যান আলীরটেক ইউনিয়ন বরাবর প্রেরণ করা হলে তারই প্রেক্ষিতে রবিবার জেলা শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্তকারী টিম বিদ্যালয়টি পর্যবেক্ষণে আসে।
শেখ রাসেল কুড়েরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আমজাদ হুসাইন, সহকারী শিক্ষক আলী আকবর তদন্ত কালে কৌশলে নিজেদের অন্যায় ও দূনীর্তি স্বীকার করে বলে তথ্য প্রমাণের মাধ্যমে অপরাধ বের করুন। কিন্তু জেলা শিক্ষা অফিসারের কাছে তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে ১০জন পূণরায় লিখিত অভিযোগ দাখিল করলে জেলা শিক্ষা অফিসার তা গ্রহন করে।
স্থানীয় সাধারণ মানুষের বহুদিনের দাবী বিদ্যালয়টি সর্ম্পূণ দূনীর্তি মুক্ত হউক। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ বিদ্যালয়ে জড়ো হতে থাকে। স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মোঃ সায়েম আহম্মেদ এর নেতৃত্বে আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড়সহ আশপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন তদন্তকালে। গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার নূরুল হক, মোঃ নজুমুদ্দিন মাদবর, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম, রমিজ উদ্দিন মাদবর, মোঃ ইসমাঈল মাদবর, মোঃ ফালান মাদবর, হাজী মোঃ মনির হোসেন, রওশন আলী মেম্বার, সাবেক মেম্বার মোঃ শুক্কুর, মোঃ জসিম মাদবর, আশাবুদ্দিন মাদবর, আওয়াল মাদবর, মোঃ জাহান উল্লাহ মাদবর, মোঃ আফজাল হোসেন, আওয়ামীলীগ নেতা আঃ মালেক, মোঃ জনু মাদবর, মোঃ আফজাল হোসেন, দিল মোহাম্মদ মাদবর প্রমুখ।
তদন্ত প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার সাংবাদিকদের জানায়, আমরা অভিযোগ হাতে পেয়েছি, সুষ্ট তদন্ত করে মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা,বিভাগীয় শিক্ষা অফিসার, শিক্ষা মন্ত্রণায়ল এবং জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন প্রেরণ করবো। আশা করি অচিরেই বিদ্যালয়টির বর্তমান কমিটির বিরোদ্ধে আনিত অভিযোগ যাচাই বাছাই করে সুষ্ট সমাধান করা সম্ভব হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন এর চেয়ারম্যান মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজ, ইন্সপেক্টর জসিম, এসআই সাইফুল,এএসআই সোহাগসহ স্থানীয় ইউপি মেম্বার বৃন্দরা।