নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ৫শত পিছ ইয়াবাসহ শাহারিয়ার রহমান রাব্বি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাব্বি দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক পরিচয়দানকারী ওয়াহিদ মুরাদের ছোট ভাই ও মিজমিজি এলাকার নৈশ প্রহরী মতিউর রহমানের ছেলে । রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি সালুহাজী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক পরিচয়দানকারী ওয়াহিদ মুরাদ ল্যাপটপ চুরির দায়ে একবার গ্রেফতার হয়েছিল। তাছাড়া ওই গুনোধর কথিত সম্পাদক ফেন্সীডিলসহ গ্রেফতার হয়েছিলেন বলে জানায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. শরাফত উল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই সাখাওয়াত হোসেন ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল সিদ্ধিরগঞ্জের মিজমিজি সালুহাজী রোড এলাকা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহারিয়ার রহমান রাব্বিকে গ্রেফতার করে। এসময় এ সময় তার দেহ তল¬াশী করে ৫শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাব্বি দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক পরিচয়দারকানী ওয়াহিদ মুরাদের ছোট ভাই বলে আমরা জানতে পারি। গতকাল সোমবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।