নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় একটি মাছের খামার জোরপূর্বক দখল নিতে হামলা চালিয়ে ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালানো হয়। এঘটনায় মৎস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
জানাযায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিনপাড়া এলাকার হাজী মোঃ রহমত উল্ল্যাহ ও হাজী মোঃ হাফিজ উল্ল্যাহ নামের ২ ব্যাক্তির কাছ থেকে ৩ বছরের জন্য একটি পুকুর ইজারা নিয়ে মৎস চাষ করে আসছিলেন স্বপন আলী বেপারী নামে এক মৎস ব্যবসায়ী। এ পুকুরটি ভাড়া নেওয়ার বিরোধকে কেন্দ্র করে পার্শবর্তী ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার আবুল হোসেন পায়েল, মোঃ রিয়েল, মোঃ লালন মিয়াসহ অজ্ঞাতনামা ৫/৬ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে স্বপন আলী বেপারী, জাহাঙ্গীর হোসেন, বাচ্চু মিয়া ও আলমগীর হোসেনকে পিটিয়ে আহত করে। এঘটনায় মৎস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।