বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর দক্ষিন লক্ষনখোলা প্রিজারভেশন কিন্ডার গার্ডেন স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রিজারভেশন কিন্ডার গার্ডেন স্কুলে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রিজারভেশন কিন্ডার গার্ডেন স্কুলের সভাপতি ফাতিমা আলম কেমিলিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া উপস্থিত ছিলেন, সাবিনা আফরিন লাকী জোহা, রফিকুল ইসলাম, আমির হোসেন, শিবলু আহম্মেদ, হাসি, ফারজানা, রুজি, ইভা, লিজাসহ স্কুলের শিক্ষার্থী ও অভিবাবক বৃন্ধু। এসময় বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিসত্ব কামনা করে বিশেষ দোয়া করা হয়।