বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁওয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) রাতে উপজেলার বৈদ্যারবাজার খংসারদি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. ইসলাম (৩২) ও সিদ্দিকুর রহমান সাগর (২৮)।সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীর আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই মো. তানভীর আহমেদ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলাম ও সাগর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইসলাম বৈদ্যেরবাজার ইউনিয়নের দামাদরদী গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ও সিদ্দিকুর রহমান সাগর একই ইউনিয়নের মামরকপুর গ্রামের গাজী মতিনের ছেলে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।