প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহষ্পতিবার রাত ৩ টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন এর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার এম গিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশান দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধলেশ¡রী নদীর মু›িসগঞ্জ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ‘‘এম ভি জামাল-৩ ” যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৮০০ কেজি অবৈধ জাটকা আটক করে যা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া এর নিকট হস্তান্তর করা হয়। আটককৃত জাটকার আনুমানিক মূল্য টাকা ২,৪০,০০০/০০ (টাকা দুই লক্ষ চল্লিশ হাজার মাত্র)। আটককৃত জাটকাগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অত্র জেলার ৩৭টি মাদ্রাসা/এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন।
কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বিএন বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এইরূপ অভিযান অব্যাহত থাকবে। জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।