বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মহিলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার চিড়াইপাড়া এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী মামুন হোসেন (৩৫) মদনগঞ্জ লক্ষারচর এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী বাবু (৩২) একই এলাকার মৃত রহমান মিয়ার ছেলে জিয়াবল (৪২) তাজপুর এলাকার ওলিউল্ল্যাহ মিয়ার স্ত্রী সিআর ওয়ারেন্টভূক্ত আসামী সালমা বেগম (৩০) ও লাউসার এলাকার মৃত হযরত আলী মিয়ার ছেলে রাজু (৩২)। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।