বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে ১০১ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। নতুন সিনেমা ‘রয়েস’ নিয়ে এই মামলাটি হয়েছে।
সিনেমাটিতে শাহরুখ খানকে ভিন্ন লুকে দেখতে পাবেন ভক্তরা। ছবির মূল চরিত্রটি গ্যাংস্টার আবদুল লতিফকে মাথায় রেখেই তৈরি করা।
এছাড়া ছবির গল্প লতিফের জীবনের উপর ভিত্তি করেই লেখা হয়েছে।
সব কিছুই ঠিক ছিলো। কিন্তু আবদুল লতিফের ছেলে মুস্তাক আহমেদ হঠাৎ মানহানির মামলা করে বসেছেন শাহরুখ খানের বিরুদ্ধে। মুস্তাকের বক্তব্য, ছবিতে তার বাবার ‘ইমেজ’কে কলুষিত করা হয়েছে। এতে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
শাহরুখ খানের ‘রইস’ রিলিজ হওয়ার কথা ছিলো এ বছর ঈদে। কিন্তু সম্প্রতিই ঘোষণা হয়েছে যে রিলিজ পিছিয়ে যেতে পারে। ঈদে সিনেমা মুক্তি দিলে সালমান খানের সঙ্গে সংঘর্ষ লাগবে শাহরুখ খানের। কেননা সালমান খানের নতুন সিনেমা ‘সুলতান’ ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।