নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি, বিয়ার, গাঁজা সহ তিনজনকে আটক করেছেন। ফতুল্লা থানার গোয়ালবন্দ আল বারাকা এলাকার সোহরাব মিয়ার ছেলে আব্দুল হাকিমের (৫০) কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, ফতুল্লার শান্তিনগর এলাকার ইয়াসিন মিয়ার ছেলে মোহাম্মদ হাসানের (৩২)কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলিভর্তি একটি দেশীয় তৈরি পয়েন্ট ২২ বোরের রিভলবার, ৫টি ধারালো ছোড়া, ৫শ পিছ ইয়াবা। হাসানের বিরুদ্ধে হত্যা ও মাদক সহ ৮টি মামলা রয়েছে ও আড়াইহাজার উপজেলার গিরদা এলাকার সোলেমান মিয়ার ছেলে রাজীব হোসেন রানার(২৮) কাছ থেকে আড়াইহাজার নয়াপুর এলাকা থেকে প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১১-৯২৪৭) সহ ২৪০ ক্যান বিয়ার সহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় এর আগেও দুটি মামলা রয়েছে।