স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার ঘটনায় ৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শো-রুম উদ্বোধন শেষে কলাবাগানের ওই জোড়া খুনের তদন্তের অগ্রগতি জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। সময় মতো জানাবো। আমরা তিনজনকে শনাক্ত করতে পেরেছি- বিভিন্ন পত্রিকায়, খবরেও এসেছে। আপনারা দেখেছেন। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না। আরো কয়েকদিন পরে সবকিছু জানাতে পারবো।
তিনি আরো বলেন, ‘ব্লগারসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বেশ কয়েকটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি আমরা। কয়েকজনকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বাকিদের অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে।
২৫ এপ্রিল বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু তনয়কে (২৬)।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই জুলহাজ সমকামীদের অধিকারের পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।
ওই খুনের ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে কলাবাগান থানায় হত্যা মামলা করেন। বুধবার তার তদন্তভার পায় ডিবি পুলিশ।