নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান গুরুতর অসুস্থ্য। বৃহস্পতিবার রাত থেকে তিনি অসুস্থ্য বোধ করলে বাংলাদেশে তার নিয়মিত চিকিৎসককে দেখানো হলে চিকিৎসক তাকে আগামী ৭২ ঘণ্টা সম্পূর্ন ভাবে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শে তাকে ঘুমের ওষুধ দিয়ে বিশ্রামে রাখা হয়েছে।
গত কয়েকদিন যাবত তার পর্যাপ্ত সময় ঘুম না হওয়ার পাশাপাশি জ্বর, ঠান্ডা ও কাশি জনিত কারনে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী ৭২ ঘন্টা তাকে বিশ্রামে থাকতে হচ্ছে। ফলে আগামী ৩ দিন সংসদ সদস্য সেলিম ওসমানের সিডিউলে কোন কর্মসূচীতে তিনি উপস্থিত থাকতে পারবেন না এ জন্য তার পক্ষ থেকে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করা হয়েছে।
এছাড়াও সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার মিলাদ ও দোয়া করা হয়েছে।