নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএ এর সহযোগীতায় যে সকল নতুন তরুণ উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় সরকারী সহযোগীতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের জন্য বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে প্রস্তাব করেছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেলিম ওসমানের দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও ইউরোপ অঞ্চলে তৈরি পোশাক শিল্পকে সুরক্ষিত করতে দেশীয় সূতা ব্যবহারের মাধ্যমে তৈরীকৃত ও রপ্তানিকৃত পণ্যের রপ্তানী মূল্যের (ঋঙই) উপর অতিরিক্ত শতকার ২ শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রী এবং প্রস্তাব বাস্তবায়নে সহায়তা করার জন্য অর্থমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন এমপি সেলিম ওসমান।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যালয়ের সভা কক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় সেলিম ওসমান মন্ত্রীদের দৃষ্টি আকর্ষন করে তিনি এসব প্রস্তাব উপস্থান করেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি সভায় আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরের জাতীয় বাজেটে বিকেএমইএ’র পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। সেলিম ওসমান একই সাথে ৮টি জাতীয় ভিত্তিক ও ৩৩টি জেলা ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে পরিচালিত নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি এবং দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক।
এছাড়াও সেলিম ওসমান আসন্ন জাতীয় বাজেট ২০১৬-১৭ অর্থ বছরে তৈরী পোশাক শিল্পে ব্যবহৃত সকল প্রকার অগ্নিনির্বাপক ও আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি এবং প্রিফেব্রিকেটেড বিল্ডিং মেটেরিয়ালস((Pre-Fabricated Building Materials) আমদানীতে ও খালাস কালে বর্তমানে প্রযোজ্য শতকরা ৫ শতাংশ হারে শুল্ক প্রদান ব্যবস্থা বাতিল করে সম্পূর্ণ শুল্ক ও ভ্যাট মুক্ত সুবিধা প্রদান করা এবং বাজেটকে ব্যবসা-বান্ধব হিসেবে প্রণয়নের দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য জনাব তাজুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব নজিবুর রহমান, এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, আইসিসি এর সভাপতি মাহাবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান, মীর নাসির হোসেন, একে আজাদ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি সেলিনা হোসেন, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের আর্থিক সহায়তায় সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে তার নির্বাচনী এলাকার আওতাধীন নাসিকের ১৭টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন পরিষদ এলাকায় তিন ধাপে প্রায় ১ হাজার শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলিত মূলধন প্রদান করা হয়েছে। প্রথম ধাপে ৫’শ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন ও ৫ হাজার টাকা করে চলিত মূলধন প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও ৫’শ জন পুরুষ ও নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে চলিত মূলধন প্রদান করা হয়েছে।
সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৪ ও ৫ সংসদীয় আসনের আওতাধীন ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সদর ও বন্দর থানা এলাকায় ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে ২০ হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তা সৃষ্টিতে ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ ছাড়াও সংগঠন দুটির সদস্য ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো সহাযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।