নারয়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
”মাদক ছাড় কলম ধর, সুস্থ্য সুন্দর জীবন গড়ো” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় থেকে মাদক বিরোধী র্যালী ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের তত্ত্বাবধায়নে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক তমিজউদ্দিন আহম্মেদ থানা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ফতুল্লা থানা সভাপতি জুয়েল আহম্মেদ, কাজী ফজলুল কাদির জীবন, খোরশেদ আলম ও আনোয়ার হোসেন প্রমুখ। মোটর শোভা যাত্রা ও মাদক বিরোধী র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাদক বিরোধী র্যালি ও মোটর শোভাযাত্রা শেষে শহরের চাষাঢ়া এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, একজন মাদক সেবীই একটি পরিবার ধ্বংস করতে পারে। তাই সবাইকে তাদের সন্তানদের প্রতি যত্মশীল হতে হবে। মাদকসেবীদের সংশ্রব থেকে সন্তানদের দূরে সরিয়ে রাখতে হবে। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজ সেবক ও সচেতন নাগরিকগণ আইনের উর্দ্ধে থেকে বলিষ্ট ভুমিকা রাখলেই সমাজ এবং দেশকে সম্পূর্ণ মাদকমুক্ত সম্ভব।