আদিল সাদ
যে নীল বেদনা ঢেউয়ে
জম্ম নেয় বিষাক্ত ফাগুন
হাহাকার বুকে উম্মুক্ত হয়
জ্বলে ওঠা আগুন।।
এ আগুন পুড়ে হৃদপৃষ্ঠে জ্বলে
ফাগুনের কাছে অসহায় মন
শ্রাবনের অঝোর প্রভাতে।
ছুটে হিয়া অবধি
শান্ত মিছিলের দলে
কে যেন ডাকে তারে
শতবাঁধা আকড়ে ধরে,
মননে,স্বপনে,নিশিতে জাগে
জলে ভেজা লজ্জা
পৌছে দিও আমার
হাতে লেখা শেষ চিঠিটা।