নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ কর্মাস কলেজের আরায়ফাত ও সানি নামে দুই এইচএসসি পরীক্ষার্থী শাহ সিমেন্টের গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় বিচারের দাবিতে তাদের সহপাঠীরা মানববান্ধন করেছেন।
বুধবার সকালে চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় বিচারের দাবিতে দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তার সহপাঠীরা।
এসময় চাষাঢ়া এলাকায় শাহ সিমেন্টের একটি গাড়ি পেয়ে বিক্ষোভকারীরা ভাংচুর করে ও রাস্তায় ট্রায়ার জ্বালিয়ে অবরোধ করে দোষীদের উ্পযুক্ত বিচারের জোর দাবি জানান। পরে ফতুল্লা মডেল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক অতিরিক্ত পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
প্রসঙ্গগত, মাসদাইর ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মঙ্গলবার সকালে শাহ সিমেন্ট কারখানার কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড ১১১০৫৯) মোটরসাইকেল আরোহী আরাফাত ও সিয়াম নামে দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরাফাত এবং হাসপাতালে নেয়া হলে সিয়ামের মৃত্যু ঘটে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী কভার্ডভ্যানটি আটক করে চালক আলী আকবর সোহেলকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।