বিজয় বার্তা ২৪ ডট কম
সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হিমেল (৩৭) নামে এক মাদক ব্যবাসায়ীকে গ্ৰেফতার করা হয়েছে।
বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের উকিল পাড়া পলি ক্লিনিকের সামনে মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামী জাবেদ নেওয়াজ হিমেল(৩৭) নারায়ণগঞ্জের সদর থানাধীন পাইকপাড়া শাহসুজা রোড এলাকার মৃত নজির হোসেনের ছেলে।
অভিযানটি সদর মডেল থানার এসআই মজিবুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পরিচালনা করা হয়।
এসআই মজিবুর রহমান জানান, বৃহষ্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীত দিকে উকিল পাড়া পলি ক্লিনিকের সামনে থেকে একটি আনারসের ব্যাগে থাকা ১০৮০০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবাসায়ী হিমেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।