চট্টগ্রাম বন্দর দিয়ে কোকেন আনার ঘটনায় তিন ব্যক্তি ও সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী গ্রুপ। চট্টগ্রাম তৃতীয় যুগ্ম জেলা জজ আবদুল কাদেরের আদালতে রোববার মামলা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু তৈয়ব। আদালত ১০ আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছে।
মামলার আসামিরা হলেন প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল, লন্ডন প্রবাসী ফজলুর রহমান ও বকুল মিয়া। এছাড়া কসকো শিপিং লাইন, বলিভিয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ আমদানি সংশ্লিষ্ট সাত প্রতিষ্ঠানকেও আসামি করা রয়েছে। ২০১৫ সালের ৬ জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেল ঘোষণা দিয়ে আনা কন্টেইনার সিলগালা করে পুলিশ। পরে ওই কনটেইনারের দুটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।