নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আর পরীক্ষা দেয়া হলো না দুই বন্ধু আরাফাত (১৯) ও সিয়ামের(২০) । এর আগেই শাহ সিমেন্টের দৈত্যকার ঘাতক কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রান চলে গেছে তাদের। স্থানীয় লোকজন ঘাতক চালক আলী আকবরসহ কভার্ডভ্যানটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে সক্ষম হয়েছে। নিহত ইয়াসিন আরাফাত ফতুল্লার পঞ্চবটি চাদনী হাউজিং এলাকার মফিজের ছেলে । আর নাদিম সিয়াম ধর্মগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে।
নিহত আরাফাতের বাবা মফিজ জানান, তার ছেলে নারায়ণগঞ্জ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সকাল ১০টায় তার পরীক্ষা। এ জন্য আরাফাত তার বন্ধু একই কলেজের পরীক্ষার্থী সিয়ামকে নিয়ে সকাল ৯টায় বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে কলেজে যাওয়ার পথে মাসদাইর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে দীর্ঘদিন ধরেই শাহ সিমেন্ট কারখানার সিমেন্টবাহী কভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে চালিয়ে একাধীক লোককে চাপা দিয়ে হত্যা করছে। মঙ্গলবার সকালে শাহ সিমেন্ট কারখানার কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড ১১১০৫৯) মাসদাইর এলাকায় মোটরসাইকেল আরোহী দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়া হলে আরেকজনের মৃত্যু ঘটে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী কভার্ডভ্যানটি আটক করে চালক আলী আকবর সোহেলকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।