বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত শিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ মোঃ সামসুল হক(৮০)এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর বন্দর কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। মরহুমের বিদহী আতœার মাগফেরাত কামনায় জানাজায় অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার এম আর মঞ্জু,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রযোজক,টেকনিশিয়ান,শিল্পী,কলা-কূশলী,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া,২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,জাতীয় পুরস্কবারপ্রাপ্ত বংশীবাদক হাসান আলী,হোসেন আলী,রেফারেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ও সুরকার এম মোর্শেদ,শিল্পী আশিক,প্রিন্স মামুন,গীটারিষ্ট মোর্শেদ,সোহাগ,কি-বোর্ডিষ্ট তাফসিরসহ সর্বস্তরের শিল্পী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। জীবদ্দশায় ওস্তাদ সামসুল হক দেশের প্রখ্যাত কন্ঠশিল্পী (নজরুল সংগীতজ্ঞ) ফেরদৌস আরা বেগম,আঞ্চলিক গানের শিল্পী শেফালী ঘোষসহ অসংখ্য শিল্পী গড়ে তুলেছেন।
উল্লেখ্য,ওস্তাদ সামসুল হক গত শনিবার বেলা সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ৪কণ্যা ও অসংখ্য নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জৈষ্ঠ পুত্র রাজু আহম্মেদ বাংলাদেশ বেতারের নিজস্ব যন্ত্রশিল্পী(কি বোর্ড বাদক),২য় পুত্র সবুজ আহমেদ তবলিষ্ট,৩য় পুত্র শান্ত আহমেদ বায়োলিন শিল্পী ও সর্বকনিষ্ঠ পুত্র কামরুল আহমেদ প্রখম শ্রেণীর একজন বংশীবাদক হিসেবে দায়িত্ব পালণ করছেন। বাদ আছর বন্দর কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন করা হয়।