বিজয় বার্তা ২৪ ডট কম
মৃত শ্রমিকের পরিবারের আর্থিক সহযোগীতায় হাত বাড়িয়ে দিলেন জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
রবিবার সকালে ফতুল্লা উপজেলার বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার অফিসে এই আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার মৃত সদস্য শ্রী নরেশ চন্দ্র সরকারের সদস্য নং-২৮০৬০/০৫। তার পরিবারকে আর্থিক এককালিন অনুদান প্রদান করেছেন পাগলা শাখার সভাপতি কাউসার আহমেদ পলাশ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।