বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণে মধ্য দিয়ে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফলদ ও বৃক্ষ মেলা-২০১৭ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৫ আগষ্ট সকাল ১১টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত সদ্য উদ্বোধন করা নাসিম ওসমান মডেল হাইস্কুলে এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান বৃক্ষ মেলাটি ৭ দিনব্যাপী উদযাপন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ রেখেছেন।
পাশাপাশি তিনি বন্দর উপজেলার ৫জন চেয়ারম্যানের প্রতিজনকে নিজ খরচে ৫০০টি করে গাছের চারা স্কুল- কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে গাছের চারা গুলো সঠিকভাবে পরিচর্যা করার জন্য দায়িত্ব নিতে চেয়ারম্যানদের অনুরোধ করেন তিনি।
স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি গাছকে লাগানোর পর সেটিকে শিশু বাচ্চাদের মত পরিচর্যা করতে হয়। তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও বৃক্ষ রোপনের প্রতি মনযোগি হবে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ গড়তে এবং আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে বেশি করে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। আর শুধু গাছ লাগালেই হবে না। সেগুলোকে ভাল ভাবে পরিচর্যা করতে হবে। কতটুকু গর্ত করে চারা লাগাবে, মাটির নিচে কি কি দিতে হবে, কোন সময় কোন গাছটি লাগালে ভাল ফলাফল পাওয়া যাবে তার সবকিছু খুটিনাটি ভাবে তোমরা এখানকার কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মৌসুমী হাবিব বলেন, গত বছরেও সংসদ সদস্য সেলিম ওসমানের অর্থায়নে তোমাদের মাঝে বিনামূলে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এই বছরেও তোমাদের বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। আমরা ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবো। তবে আগামী বছর মেলায় আমরা তোমাদের কাছ থেকে জানতে চাইবো তোমাদের কার কার গাছ থেকে ফল হয়েছে। আর তোমাদেরকে বলবো শুধু বিনামূল্যে গাছ নিয়ে লাগালেই চলবে না। তোমারা তোমাদের স্কুলের টিফিনের টাকা থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে গাছের চারা কিনে লাগাবে। এ কাজটা আমরাও করেছি। তাহলে দেখবো তোমরা পরিবেশকে সবুজ করার পাশাপাশি সঞ্চয়ী হয়ে উঠেছো।
অনুষ্ঠানে আরো বক্তব্য উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্বাস উদ্দিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, জাপা নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক আলেয়া বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহামুদা আক্তার, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ রহমান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, বন্দর পল্লী বিদুৎত জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান, বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন আহাম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।