বিজয় বার্তা ২৪ ডট কম
পনের আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ব্যপক আয়োজনের প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় পনের আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী, নারায়ণগঞ্জের সকল মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মসজিদে দিনব্যাপী কোরআন খতম, শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, হাম ও নাথ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শনী সহ ব্যপক আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাব্বী মিয়া বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে সবাইকে তার সম্পর্কে আরো বেশি করে জানতে হবে। বঙ্গবন্ধু গোপালগঞ্জের এক অজ পাড়াগাঁও থেকে এসে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। আজ বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে স্মরণ করছে।
তিনি আরো বলেন, পনের আগষ্ট যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করেছে তা ইতিহাসের বিরল ঘটনা। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়েও বিচার ব্যবস্থাকে নিয়মতান্ত্রিকভাবে রেখেছেন। প্রধানমন্ত্রী ধৈর্য্য ধারণ করেছে বলেই তার পরিবারের বিচার করতে পেরেছে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর অবস্থানে থাকতে হবে। আমরা যদি জঙ্গিবাদ প্রতিরোধ না করতে পারি তাহলে দেশকে তারা পাকিস্তান, আফগানিস্তান ও ইয়ামেনের মত জঙ্গি ঘাঁটি হিসেবে গড়ে তুলবে। আর এদেশের হাজার হাজার মানুষ এই জঙ্গিবাদের মাধ্যমে মারা যাবে । তাই সকল আইনশৃঙ্খলা বাহিনী ও সকলে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ এহসানুল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত প্রশাসক রাজস্ব মোঃ জসিম উদ্দিন হায়দার, (সার্বিক) মোঃ ছারোয়ার হোসেন (শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল বারী, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের সুপার ডাঃ শফিকুল ইসলাম, র্যাব-১১’র এএসপি মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, জিপি মেরিনা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, জেলা ইসলামী ফাউন্ডেশন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, প্রভাতী সেবা সংস্থার চেয়ারম্যান আরিফ মিহির, কল্যাণী সেবা সংস্থার চেয়ারম্যান ডাঃ জব্বার চিশতি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সাহা প্রমুখ।