বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে মাস ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।
রবিবার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ,যুগ্ন আহ্বায়ক হাসনাত রহমান বিন্দু ও যুগ্ন আহ্বায়ক নাসিম মাহমুদ তপন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, এছাড়াও ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ১৩ম বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রলীগ নারায়ণগঞ্জে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন।
শোকাবহ আগস্টের কর্মসূচির মধ্য রয়েছে ১ আগস্ট মহানগর এলাকায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, ৬ আগস্ট জাতির পিতার খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন ও সভা, ৮ আগষ্ট মহানগর এলাকার অধীনে সরকারী তোলারাম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা, ১০ আগস্ট সরকারি তোলারাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য প্রতিযোগীতা, ১১ থেকে ১৪ আগস্ট মহানগর এলাকার অধীনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আলোকচিত্র প্রদর্শন ও দেয়াল লিখন কর্মসূচি, এবং ১৫ আগস্ট কলেজ, থানা ওয়ার্ডের দলীয় সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, পবিত্র সূরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা উপলক্ষে মহানগর সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা মিছিল, ২১ আগস্ট মহানগর এলাকার সকল ইউনিটে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আওয়ামীলীগ কর্মসূচিতে অংশগ্রহণ এবং ২২ থেকে ২৬ আগস্ট কলেজ, থানা ও ওয়ার্ডে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মরণে শোক সভার আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সকল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ নারায়ণগঞ্জ মহানগরের সকল ইউনিটকে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শন, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল সহ সকল কর্মসূচি সু-শৃঙ্খলভাবে পালনের আহবান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি…….