স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিসহ সারাদেশে গুম, খুন ও ধর্ষণের ঘটনায় বিচারহীনতার প্রতিবাদে সারাদেশে আধাবেলার হরতাল পালন করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের আহ্বানে পালিত হয় এই হরতাল। হরতালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে।
এদিকে হরতাল চলাকালে রাজধানীর শাহবাগ এলাকা অবরোধ করে শতাধিক লোক হরতালের সমর্থনে স্লোগান দেন। এ ছাড়া গাবতলী, পল্টন, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে অবস্থান নেয়া হয়।