বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সফর উদ্দিন ওরফে সবুজ (৫৩) ও বিভিন্ন ওয়ারেন্টে ৩ আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৭৫(৭)১৭। জানা গেছে, বন্দর ফাঁড়ি পুলিশ গত বুধবার বিকেল ৫টায় বিএম স্কুল ঘাট এলাকায় থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ ছালেহনগর এলাকার মৃত আনোয়ার আলী মিয়ার ছেলে সফর উদ্দিন ওরফে সবুজকে গ্রেপ্তার করে। এ ছাড়াও পুলিশ গত বুধবার রাতে সোনাচরা এলাকার মনির হোসেন মিয়ার ছেলে কবির হোসেন (৩০), বারপাড়া এলাকা থেকে সিরাজ উদ্দিনের ছেলে আতাউর রহমান (৩২) ও ছালেহনগর এলাকার মৃত সফর উদ্দিন মিয়ার ছেলে হারুন বাবুর্চি (৩৫)কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠায়।