বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ৩১ জুলাই নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষ্যে বন্দর ইউনিয়নের পুরান বন্দর এলাকায় উদ্বোধন হতে যাচ্ছে নাসিম ওসমান মডেল হাইস্কুল। উক্ত আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত স্কুলটি উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ওই উদ্বোধন অনুষ্ঠান সফল ভাবে সম্পূর্ন করতে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।
বৃহস্পতিবার ২৭ জুলাই বিকেল ৫টা এবং রাত ৮টায় চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সম্মেলন কক্ষে উক্ত মত বিনিময় সভা গুলো অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২৬ জুলাই বুধবার বিকেলে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দদের সাথে মত বিনিময় করেছেন এমপি সেলিম ওসমান। এছাড়াও ইতিপূর্বে নাসিম ওসমান মডেল হাইস্কুল এবং বন্দর খেয়াঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারের রাত্রি কমিউনিটি সেন্টারে একাধিক প্রস্তুতিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা গুলো এমপি সেলিম ওসমান সকলের প্রতি আহবান রেখে বলে ছিলেন, স্কুলের উদ্বোধন অনুষ্ঠানটি কোন দলীয় কর্মসূচী নয়। তাই কোন অবস্থাতেই যেন অনুষ্ঠানটি কোন দলের রাজনৈতিক কর্মসূচীতে পরিণত না হয়। স্কুলটি নির্মাণে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি সহ সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী সর্বাত্মক সহযোগীতা করেছেন। তাই উদ্বোধনী অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের দীর্ঘ পরিশ্রমের পর একটি উৎসবের আনন্দ উপভোগ করবে।
উক্ত মত বিনিময় সভা গুলোতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, জাপা নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, মহানগর শ্রমিক পার্টির আহবায়ক আবুল খায়ের ভূইয়া, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক আলেয়া বেগম, জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাৎ হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর, জমশের আলী ঝন্টু, শওকত হাসেম শুকু, শফি উদ্দিন প্রধান, নাজমুল আলম সজল, কামরুজ্জামান বাবুল, শামসুজ্জোহা, এনায়েত উল্লাহ, সুলতান আহম্মেদ, হান্নান সরকার, গোলাম নবী মুরাদ, ফয়সাল আহম্মেদ সাগর সহ অন্যান্যরা।