নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সদ্য ঘোষিত ২০১৬ সালের প্রাথমিক সমাপণী পরীক্ষায় সাফল্যের সাথে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন বন্দর শিশুবাগ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নাফিউর মাশরাফি নিজার। অত্যন্ত তীক্ষè মেধার অধিকারী নিজার নিজেকে ভবিষ্যত জীবনে জাতির কাছে মেলে ধরতে চান। তার ইচ্ছে উচ্চ শিক্ষা অর্জণ করে বিমানের পাইলট হয়ে দেশের সুনাম সমুজ্জল রাখা। নিজারের পৈত্রিক নিবাস বন্দর ৬৬নং রোড এস এস শাহ রোড এলাকায়। তার পিতা মোহাম্মদ নাজিমউদ্দিন একজন ব্যবসায়ী এবং মাতা মিসেস নাজিম একজন গৃহিনী। আলাপচারিতায় নিজার জানায়,তার বৃত্তিলাভের জন্য বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা ও প্রাইভেট শিক্ষকের বিশেষ ভূমিকা রয়েছে। শিক্ষকদের বিরামহীণ সহযোগিতা এবং পিতা-মাতার নিরলস প্রচেষ্টায় তার এ সফলতা অর্জণ হয়েছে। অভূতপূর্ব লক্ষ্যে পৌঁছতে নিজার সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।