বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডের নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
বুধবার সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সহকারী রিটাইনিং অফিসার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার মোঃ আতাউর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই করে দুইটি ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন, ২নং ওয়ার্ড (নাসিক ১০ থেকে ১৮নং ওয়ার্ড) থেকে আইনজীবী এড. শরীফ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, আহসান হাবিব এবং এসএম জিল্লুর রহমান
অন্যদিকে, ৩নং ওয়ার্ডে (নাসিক ১৯ থেকে ২৭নং ওয়ার্ডে) হাজী মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী এবং গিয়াস উদ্দিন চৌধুরী ।
উল্লেখ্য আগামী ২রা আগষ্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন ৩রা আগষ্ট সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ২০ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
9