নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে স্বর্ণা আক্তার নামে পঞ্চদর্শী এক তরুনীকে অপহরণ করে নিয়ে গেছে রাকিব(২২) নামে এক যুবক ও তার সহযোগীরা। শনিবার রাতে থানার মদনগঞ্জ পিএম রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে তরুনীর মা ফালানী বেগম রোববার দুপুরে বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,মদনগঞ্জ পিএম রোড এলাকার সুলতান মিয়ার মেয়ে স্বর্ণাকে পার্শ্ববর্তী বাড়িতে বেড়াতে আসা ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার জাফর মিয়ার ছেলে রাকিব ও তার ২/৩ সহযোগী জোরপূর্বক সিএনজি’তে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে স্বর্ণাকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।