পাবনা,বিজয় বার্তা ২৪
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনা নিয়ে বিরোধের জের ধরে গুলিতে ইমদাদুল হক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলাবাহিনীর একটি গাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ সময় কেন্দ্র থেকে ব্যালট বাক্স বের করে নিয়ে যাবার সময়ে বিক্ষুদ্ধরা বাধা দিতে গেলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করতে গুলি চালায়। এ সময় গুলিতে ইমদাদুল হোসেন নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাহাদুরপুর ভোট কেন্দ্রের দায়িত্বরত বিজিপির সহকারী পরিচালক হাসান আলী সাংবাদিকদের জানান, জনতা আমাদের উপর চড়াও হলে আমাদের দায়িত্বরতরা ৯ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে নিহত ব্যক্তি কিভাবে মারা গেছে সে বিষয়টি আমার জানা নাই। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।
গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ইমদাদুল হক পেশায় তালা মেরামত করতেন। তার বাড়ি ভোটকেন্দ্রটির পাশেই। ঘটনার সময় তিনি উৎসুক জনতার সঙ্গে পরিস্থিতি দেখছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, আহত কেউ হাসপাতালে যেতে সাহস করছে না। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।