বিজয় বার্তা ২৪.কম
নির্বাচনের আগে দেশে গণতন্ত্র ফিরিয়ে না দিলে বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলে হুমকি দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আরও বলেন, ‘এবার বিএনপি এমন আন্দোলন করবে যে, সেই আন্দোলন হবে ৭১ পরবর্তী দেশের সবচেয়ে ভয়াবহ গণআন্দোলন। যে আন্দোলনের তোড়ে সরকার ভেসে যাবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে’।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’র কেন্দ্রীয় কমিটি আয়োজিত সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশের কিছু অঞ্চলে নীরব দুর্ভিক্ষ চলছে। হাওর বিপর্যয় ও পাহাড় ধ্বসের পরে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষগুলো যথাসামান্য ত্রাণও পাচ্ছেন না। অপরদিকে আওয়ামী লীগের দলীয় লোকজন ত্রাণ লুটপাট করছে সমানে। দেশে একটি নীতি নৈতিকতাহীন আগ্রাসী শাসন চলছে দাবি করে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘শুধু ভোটারবিহীন নয়, সম্পূর্ণ পেশি শক্তির জোরে তারা ক্ষমতা দখল করে আছে। গুম, খুনকে তারা প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মিথ্যা ও সাজানো মামলায় কে কখন জেলে যাবে একমাত্র আল্লাহ ভাল জানেন।’
প্রজন্ম৭১ এর সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।