বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ ডট নিউজের চীফ ফটো জার্নালিস্ট জামাল তালুকদারের ও তার ছায়নুর তালুকদারের প্রথম পুত্র সিয়াম তালুকদার ও (নাবাগত) দ্বিতীয় পুত্র মোঃ সাইফান তালুকদারের মঙ্গল কামনায় তাদের বাসস্থলে ( ডন চেম্বার/ কাদির ভিলা) দেয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুমুদিনী বাগান মদিনা জামে মসজিদের পেশ ইমাম মো: এনায়েত উল্লাহ, মুয়াজ্জিন মো: আব্দুল মালেকর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মো: মুকুল, নবী হোসেন, মো: আলী, মো: বাবু, মো: মিলন, শাহজাদ, নূর হোসেন, জুবরাজ হোসেন, সাইফ, আলিফ, ইয়াছিন, ইব্রাহিম, নাফিস, ।
আজ কুমুদিনী বাগান মদিনা জামে মসজিদে সাংবাদিক জামাল তালুকদারের পরিবারের সকলের মঙ্গল কামনায় বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
এলাকাবাসী এবং সহকর্মী সকলকে এ দেয়া মাহফিলে সামিল হবার জন্য সাংবাদিক জামাল তালুকদার আহব্বান জানিয়েছেন।