বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকের অভিযানে গত ২৪ ঘন্টায় ২শ‘২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস আই দিদার হোসেন জানান, ফতুল্লা মডেল থানার এস আই নাজনীন আক্তার পাগলা রগুনাথপুর এলাকা হতে গত মঙ্গলবার সকালে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল (২৭) ও তার স্ত্রী লিজা (২৫)কে গ্রেপ্তার করে। এএসআই আ.গাফ্ফার বুধবার রাতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাগলা বাজার হতে আলাউদ্দিনের ছেলে মো. আ. আজিজ(২২)কে গ্রেপ্তার করেছে।এস আই মোজাহারুল ইসলাম বুধবার রাতে কাশীপুর বাংলাবাজার এলাকা হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহনমিয়া (৪০)কে গ্রেপ্তার করে। সে ঐ এলাকার মো. রফিক হোসেনের ছেলে। ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।