বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির সাধারণ সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান সময়োপযোগী সিদ্ধান্ত। বুধবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগরের এই কর্মসূচির সফলতার জন্য প্রথমেই শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে। সেই সাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আযাদ, শহীদুল ইসলাম বাবুল সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে রাজনৈতিক মামলার হাজিরা শেষে বুধবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি কতটুকু সফল এব্যাপারে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক এটিএম কামাল আদালত চত্ত্বরে এসকল কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই রাজু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ মোল্লা, বিএনপি নেতা আকবর হোসেন, কাউন্সিলর ইকবাল আহম্মেদ, মহানগর শ্রমিক দলের সভাপতি মোঃ আসলাম, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।
কোন মহলের মহানগর বিএনপির এই কর্মসূচিকে পন্ড করার ঘোষনা ছিল, অনুষ্ঠানের দিন মিলনায়তনের বাইরে ঘটে যাওয়া ঘটনা তারই প্রতিফলন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এটিএম কামাল বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে এই ধরনের ঘটনা যারা ঘটাতে চায় তারা অনুপ্রবেশকারী। নারায়ণগঞ্জ বিএনপির দূর্গ, আগামী আন্দোলন বা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা রেখে সেটা প্রমান করব, ইনশাল্লাহ।
এটিএম কামাল আরো অভিনন্দন জানান মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ কর্মসূচিতে অংশগ্রহনকারী সকলকে। সেই সাথে ধন্যবাদ জানান গণমাধ্যমের উপস্থিত সকল প্রতিনিধিদের।